30 JULY, 2023
BY- Aajtak Bangla
সুন্দর দেখতে লাগা সবারই ইচ্ছা, এর জন্য আমরা সব ধরনের চেষ্টা করি এবং এর জন্য আমাদের পছন্দের পোশাকও নির্বাচন করি।
কিছু লোক স্লিভলেস বা হাফ হাতা জামাকাপড় পরতে পছন্দ করেন। তবে অনেকেই এটি করতে পারেন না। কারণ তাঁদের কনুইয়ে কালো দাগ-ছোপ থাকে।
সাধারণত ওয়াক্সিংয়ের মাধ্যমে হাতের সৌন্দর্য বাড়ে, কিন্তু কনুইয়ের কালো ছোপ নিয়ে অনেকেই বিরক্ত।
আসুন জেনে নেই কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে স্ক্রাবের সাহায্যে প্রায় ৫ মিনিটের জন্য কনুইতে ঘষুন। একটানা কয়েকদিন ব্যবহার করলে কনুইয়ের কালচে ভাব দূর হয়ে যাবে।
প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে টমেটো ব্লেন্ড করে তাতে মধু মেশান। এবার এই পেস্টটি কনুইয়ে লাগান এবং শুকানোর পর পরিষ্কার করুন। আপনার কনুই থেকে কালো ভাব চলে যাবে।
অ্যালোভেরা জেল এবং লেবুর রস মিশিয়ে নিন এবং তারপর এই পেস্টটি কনুইতে লাগান এবং শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন, কয়েক দিনের মধ্যে ইতিবাচক ফলাফল দেখা যাবে।
নারকেল তেলের সঙ্গে আধ চা চামচ লেবুর রস মিশিয়ে কনুইয়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর তোয়ালে দিয়ে মুছে নিন। এটা দিনে এক বার করে করলেই উপকার পাবেন।
দুই চামচ আপেল সাইডার ভিনিগার এবং দুই চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার সেটি আপনার কনুইয়ে লাগান। ৫ মিনিট ওভাবেই রেখে দিন তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।