19 May, 2025

BY- Aajtak Bangla

বগলে কালচে দাগ? ৫ টিপসে পান নিখুঁত চকচকে বাহুমূল!

গরমকালে ঘাম, ধুলো এবং ডিওডোরেন্ট ব্যবহারে বগলের কালচে দাগ দূর করে ঝকঝকে বগল পাওয়ার ঘরোয়া টোটকা 

লেবুর রস প্রাকৃতিক ব্লিচার এবং মধু ত্বককে নরম রাখে। একসঙ্গে মিশিয়ে বগলে লাগান, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

পাতলা করে কাটা আলুর স্লাইস বগলে ঘষুন বা রস লাগান, নিয়মিত ব্যবহার করুন।

বেকিং সোডা ও জল মিশিয়ে পেস্ট বানিয়ে বগলে মাস্কের মতো লাগান। এটি মৃত কোষ তুলতে সাহায্য করে।

ত্বক ঠান্ডা ও ফর্সা করতে সাহায্য করে। শশার রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে লাগান।

দুধ ত্বক পরিষ্কার করে আর বেসন স্ক্রাব হিসেবে কাজ করে। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। তুলোয় নিয়ে হালকা করে বগলে লাগান।

নারকেল তেল ও ভিটামিন E: বগলের কালচে ভাব দূর করে ও ত্বক হাইড্রেট রাখে।

এই মিশ্রণটি বগলের মৃত কোষ তুলে ফেলে ও ত্বক উজ্জ্বল করে।

বগলের কালচে দাগের অন্যতম কারণ অতিরিক্ত ঘাম। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন ও সুতির পোশাক পরুন।