21 April, 2024

BY- Aajtak Bangla

প্রথম ডেটে যে ১০ প্রশ্ন একদম করতে নেই, জেনে রাখুন

প্রথম ডেটই হয়ে যেতে পারে আপনার শেষ ডেট। ছিমছামভাবে যাবেন। খুব বেশি আশা রাখবেন না। চলুন জেনে নিই এমন ১০টি প্রশ্ন, যেগুলো কখনো প্রথম দেখা হওয়ার দিন আপনার করা উচিত হবে না।

৩. তোমার আসল জন্মস্থান কোথায়? এলাকা নিয়ে প্রশ্ন করলে আপনার সঙ্গীর মনে হতে পারে, আপনার ভেতর হয়তো এলাকা দেখে মানুষ বিচার করার মানসিকতা আছে।

এখন পর্যন্ত কটা প্রেম করেছ? অতীত নিয়ে বোঝাপড়া থাকতেই পারে। কৌতূহলও থাকতে পারে। তাই বলে প্রথম দেখার দিনই এমন প্রশ্ন আপনার সঙ্গীকে অস্বস্তিতে ফেলবে।

মাসিক আয় কত? ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন অবশ্যই করতে পারেন। কিন্তু প্রথম দিনেই যদি সরাসরি টাকার অঙ্ক জানতে চান, তবে সেটা ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই।

এই সম্পর্কের ভবিষ্যৎ কী? প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু প্রথম দিনের জন্য খুবই বেমানান। তাই প্রশ্নটা সঠিক সময়ের জন্য তুলে রাখুন।

তোমার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত কী? মজার ছলেও এমন প্রশ্ন করা উচিত না। বরং তার জীবনের ভালো মুহূর্তগুলোর কথা জানতে চান।

তুমি কটা বাচ্চা চাও? এই প্রশ্নও ঘোড়ার আগেই গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার। আগে সম্পর্কটা মজবুত করেন, সম্পর্কই যদি না চলে, আগেই তার সঙ্গে পরিবার পরিকল্পনা করে লাভ আছে? ধাপে ধাপে এগোন।

‘আমাকে তোমার কেমন লেগেছে?’ প্রশ্নটাকে যথেষ্ট নিরীহ মনে হলেও এমন প্রশ্ন আপনার আত্মবিশ্বাসহীনতার প্রমাণ দেবে। কাজেই নিজের ব্যাপারে প্রশ্ন করার সময় সাবধান হোন।

তোমার এই সুন্দর বন্ধুটার নাম কী? সাধারণত কোনো গ্রুপ ছবি দেখার সময় মনের অজান্তেই আমরা এই ভুল প্রশ্ন করে ফেলি। প্রথম ডেটে কোনোভাবেই অন্য কারও প্রতি আপনার আগ্রহ, আকর্ষণ দেখাবেন না। 

তোমার আগের সম্পর্ক ভেঙেছিল কেন? এই প্রশ্ন কখনোই করা উচিত না। কারণ, আপনি প্রেম করতে এসেছেন, গোয়েন্দা হয়ে আসামির জবানবন্দি নিতে আসেননি।

তুমি এখনো সিঙ্গেল কেন? ফ্লার্ট করার জন্য হলেও এমন প্রশ্ন করা উচিত না। এটা অপর পাশের মানুষটাকে কষ্ট দিতে পারে।