BY: Aajtak Bangla 

বিয়েতে কনেকে ভুলেও দেবেন না যে ৪ জিনিস

22 MARCH 2023

সুখী জীবনের স্বপ্ন 

প্রত্যেক পিতা-মাতা তাদের মেয়ের বিয়ের সময় নববধূর সারাজীবন সুখী এবং সুন্দর থাকার  প্রার্থনা করেন। তারা চান মেয়ে ভাল স্বামী এবং শ্বশুরবাড়ি পাক। 

সুখী জীবনের স্বপ্ন 

বিয়েতে কন্যাদের উপহার দেওয়ার প্রথাও বহু শতাব্দী প্রাচীন। প্রত্যেক পিতা-মাতা তাদের সামর্থ্য অনুসারে কন্যাকে উপহার দিয়ে থাকেন। 

বিদায়ের সময় এগুলি দেবেন না

তবে ভুল করেও বিদায়ের সময় কন্যাকে চারটি জিনিস দেওয়া উচিত নয়। আসুন জেনে নেওয়া যাক  এর পেছনের কারণ। 

আচার 

বিদায়ের সময় কন্যাকে আচার উপহার দেওয়া তার জীবনকে টক করে দিতে পারে। আচারের স্বাদ টক হওয়ায় তা দেওয়া ঠিক নয়। 

আচার দিতে হলে

নিজের হাতে বানানো আচার মেয়েকে দিতে চাইলে বিয়ের পর তার বাড়িতে গিয়ে বাজার থেকে উপকরণ এনে আচার তৈরি করুন।

ঝাড়ু উপহার দেবেন না 

বিদায়ের সময় কন্যাকে কখনই ঝাড়ু দেওয়া উচিত নয়। বলা হয়, এতে করে কন্যার ঘর-সংসার কখনও সুখী থাকে না।

 সুই বা ধারালো যন্ত্র 

বিদায়ের সময় কন্যাকে কখনই সুই দেবেন না। বোন বা কন্যাকে সুই উপহার দিলে  সম্পর্কের মধ্যে মধুরতার পরিবর্তে তিক্ততা আসতে শুরু করে।

চালনি নষ্ট করবে সম্পর্ক

বিদায়ের সময় মেয়েকে ভুল করেও চালনি দেওয়া উচিত নয়।  কন্যাদের  চালনি দেওয়া তাদের সুখী জীবনে প্রভাব ফেলতে পারে।  এই ভুল কখনো করবেন না।

Inauspicious Gift On Daughter marriage Viday: বিয়েতে কন্যাদের উপহার দেওয়ার প্রথা বহু শতাব্দী প্রাচীন। প্রত্যেক পিতা-মাতা তাদের সামর্থ্য অনুসারে কন্যাকে বিয়ের সময় কিছু না কিছু উপহার দিয়ে থাকেন। কিন্তু জানেন কি বিদায়ের সময় কন্যাকে কখনই চারটি জিনিস দেওয়া উচিত নয়।