25 May, 2025

BY- Aajtak Bangla

বাড়িতে লুকিয়ে থাকতে পারে এই ৪ সাপ, এক ছোবলেই সব শেষ

সাপের নাম শুনলেই সবাই হরিনাম জপতে শুরু করে দেন।

সাপ সামনে দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

তবে বাংলায় এমন ৪ সাপ রয়েছে যারা ছোবল দিলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে।

গরমকালে ও বর্ষাকালে এই সাপ বাড়িতেও ঢুকে আসতে পারে।

বর্ষায় মূলত বাংলার চার ধরনের বিষধর সাপ রয়েছে যেগুলির ছোবল ভয়ঙ্কর হতে পারে।

সেই তালিকায় রয়েছে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া ও কালাচ বা কালচিতি সাপ।

এই চার ধরনের বিষধর সাপ বাড়িতেও ঢুকে পড়তে পারে।

বাড়িতে সাপ প্রবেশ আটকাতে হলে সবথেকে ভাল উপায় হল কার্বলিক অ্যাসিড রাখা।

এছাড়াও এই সাপ রুখতে ঘরোয়া কিছু টিপস অনুসরণ করতে পারেন।

পেঁয়াজ-রসুনের গন্ধ, ন্যাপথলিনের গন্ধ সাপ সহ্য করতে পারে না। এগুলো ঘরে ছড়িয়ে রাখতে পারেন।