18 May 2025
BY- Aajtak Bangla
স্বপ্নে প্রিয়জন বা কাছের মানুষের মৃত্যু দেখে কেউ কেউ। এরকম স্বপ্ন দেখার অর্থ আছে।
কোনও কোনও সময় আবার নিজের মৃত্যুও দেখা যায় স্বপ্নে। এরও অর্থ রয়েছে।
স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে, প্রিয়জন বা নিজের মৃত্যু দেখার অর্থ আলাদা আলাদা।
পুরোনো কিছু শেষ হয়ে নতুন কিছু আসতে চলেছে জীবনে। প্রিয়জনের মৃত্যু থেকে এই ইঙ্গিত মেলে।
নিজের মৃত্যু দেখার অর্থ হল কোনও কারণে নিজের প্রতি অসন্তোষ। আপনি কিছু করতে চাইছেন, অথচ বারবার ব্যর্থ হচ্ছেন বা সংসারে তীব্র অশান্তি থেকে এমন স্বপ্ন আসতে পারে।
প্রিয়বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ, বন্ধুত্বে চিড়। বন্ধুত্বের এই ভাঙনের ফলে আপনি খুবই দুঃখিত এবং সেই বন্ধুকে ফিরে পেতে আগ্রহী।
মা ও বাবার মৃত্যু দেখার অর্থ, সংসারে অশান্তি। মা-বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া।
স্বপ্নে মৃত আত্মীয়দের দেখা অমীমাংসিত শোকের প্রকাশও হতে পারে।
অনেক সময় স্বপ্নে কোনো ব্যক্তির মৃত্যু দেখা শুধুমাত্র দৈনন্দিন জীবনের চাপ বা উদ্বেগের প্রকাশ হতে পারে।