BY- Aajtak Bangla
9 APRIL, 2025
রাতে ঘুমোনোর সময় আমরা অনেকেই স্বপ্ন দেখে থাকি।
স্বপ্নে অনেক সময় আমরা পূর্বপুরুষদের দেখি। স্বপ্নে মৃত মানুষকে দেখলে কী হয়...
স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে পূর্বপুরুষদের দেখা শুভ বলে মনে করা হয়।
স্বপ্নে মৃত বাবা-মাকে দেখা শুভ বলে মনে করা হয়। এতে কর্মক্ষেত্রে সাফল্য আসে।
স্বপ্নে মৃত কাউকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখলে শুভ লক্ষণ।
স্বপ্নে পূর্বপুরুষদের দুঃখী দেখালে বুঝবেন তাঁরা আপনার প্রতি অসন্তুষ্ট।
স্বপ্নে যদি দেখেন, আপনার পূর্বপুরুষরা পায়ের কাছে দাঁড়িয়ে, তা হলে তা অশুভ।
স্বপ্নে পূর্বপুরুষদের হাসতে দেখা শুভ বলে বিশ্বাস করা হয়।