2 December, 2023

BY- Aajtak Bangla

চুমু খেলে ঠোঁট থাকবে ভালো, শীতের আগেই জানুন এই নতুন টিপস

শীতকাল মানেই ত্বকের পাশাপাশি ঠোঁটও ফাটতে শুরু করে দিয়েছে।

ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বাম। শীত পরলেই পকেটে, ব্যাগে এদের উপস্থিতি।

কারণ ঠোঁট ফাটা থেকে বাঁচতে এগুলো একেবারেই মাস্ট।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা।

তবে ঠোঁটের চর্চায় ভেজলিন বা লিপ বাম নয়, খেতে হবে চুমু। তাতেই ঠোঁট থাকবে দারুণ।

বিশেষজ্ঞরা বলছেন, চুম্বন ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর ঠোঁটঠাসা চুম্বনে রক্তসঞ্চালন বাড়ে।

এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। শুধু এখানেই শেষ নয়, চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে, তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর তাতেই ঠোঁট ফাটবে কম।

বিশেষজ্ঞরা বলছেন, চুমু খাওয়ার সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তারপর কিছুক্ষণ পর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এরকম লিপ এক্সারসাইজেই ঠোঁটের চামড়া নরম হবে।

তবে রাতে শোওয়ার আগে যদি ভেসলিন বা লিপ বাম লাগিয়ে নেন তাহলে ঠোঁট শীতেও হয়ে উঠবে নরম তুলতুলে।