03 May, 2025

BY- Aajtak Bangla

ছাতুর স্মু দি আর শেক এভাবে বানালে ছেলে-বুড়ো হামলে খাবে

এই টিপস মেনে বানালে ছাতু হয়ে উঠবে এমন সুস্বাদু ও চকলেটি, বাচ্চারা নিজে থেকেই বারবার খেতে চাইবে! স্বাদ আর পুষ্টি – দুটোই একসঙ্গে।

মাল্টি-গ্রেইন ছাতু বেছে নিন: শুধু ছোলা নয়, ওটস, বাদাম, তিল, কিশমিশ মিলিয়ে মাল্টি-গ্রেইন ছাতু ব্যবহার করুন।

দুধের সঙ্গে ছাতু মেশান: জল নয়, হালকা গরম দুধে ছাতু গুলে নিন – এতে টেক্সচার ও স্বাদ ভালো হয়।

চিনি বাদ, দিন মধু বা খেজুর গুড়: প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করলে স্বাদ ও স্বাস্থ্য দুটো বজায় থাকে।

চকলেট ফ্লেভার যোগ করুন: হালকা কোকো পাউডার বা ডার্ক চকো সস মিশিয়ে দিন – এতে চকলেটি স্বাদ পায়।

ফ্রুটস মিক্স করুন: কাটা কলা, আপেল, আম অথবা স্ট্রবেরি ছোট টুকরো করে মিশিয়ে দিন।

ঠান্ডা করে সার্ভ করুন: গরম নয়, ফ্রিজে রেখে ঠান্ডা ছাতু সার্ভ করুন – বাচ্চারা দারুণ পছন্দ করে।

আকর্ষণীয় গ্লাসে বা কাপে দিন: কার্টুন প্রিন্টেড কাপ বা স্ট্র দিয়ে ছাতু খাওয়ালে উৎসাহ বাড়ে।

দিয়ে দিন চিয়া সিড বা বেসিল সিড: নাচারাল কুলিং ও ফাইবার বাড়াতে এগুলো যোগ করতে পারেন।

গার্নিশ করুন গ্রেটেড চকোলেট বা ফ্রুটস দিয়ে।

এভাবে বানালে সবাই চেটে খাবে। বাচ্চারা তো বটেই, খাবে বড়রাও।