30 JULY, 2023
BY- Aajtak Bangla
বর্ষাকালে নানা ধরনের রোগে সংক্রমিত হতে হয় সাধারণ মানুষকে। সেই রোগগুলির মধ্যে অন্যতম ডেঙ্গি ও ম্যালেরিয়া।
জল জমে মশার উপদ্রবও বেড়েছে। এ কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।
প্রতি বছর বহু মানুষ ডেঙ্গির কারণে প্রাণ হারান। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে হানা দিয়েছে।
সময়মতো ডেঙ্গির চিকিৎসা না হলে, মৃত্যু পর্যন্ত হতে পারে। জেনে নেওয়া যাক, ডেঙ্গি হলে কীভাবে বুঝবেন?
মাত্রাতিরিক্ত জ্বর যদি খুব বেশি জ্বর হয় তবে তা ডেঙ্গির লক্ষণ হতে পারে। ডেঙ্গির ক্ষেত্রে, শরীরের তাপমাত্রা প্রায়ই ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে।
ফুসকুড়ি ডেঙ্গি হলে, ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত জ্বর শুরু হওয়ার ২-৭ দিন পরে শরীরে গোটা দেখা যায়। সাধারণত চ্যাপ্টা এবং লাল হয় এবং এর সঙ্গে চুলকানিও হতে পারে।
পেশী এবং জয়েন্টে ব্যথা ডেঙ্গিতে আক্রান্ত শিশুদের পেশী এবং জয়েন্টে ব্যথা হতে পারে। এই ব্যথা তীব্র হতে পারে এবং শিশুর নড়াচড়া করা কঠিন হতে পারে।
বমি এবং ডায়রিয়া বমি ও ডায়রিয়াও ডেঙ্গির অন্যতম সাধারণ লক্ষণ। এ কারণে শিশুদের ডিহাইড্রেশনও হতে পারে।
রক্তপাত কিছু ক্ষেত্রে, ডেঙ্গিতে আক্রান্তদের মাড়ি, নাক বা শরীরের অন্যান্য অংশে রক্তপাত হতে পারে।
বিরক্তি ডেঙ্গিতে আক্রান্ত হলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এর পাশাপাশি তাদের ঘুমাতেও অসুবিধা হতে পারে।