08 April, 2025
BY- Aajtak Bangla
প্রতিটা মানুষ চায় তাদের মনের মতো একজন মানুষের সাথে গোটা জীবন কাটিয়ে দিতে। বর্তমান সমাজে এখন একজন পুরুষের যেমন তার পছন্দ মতো নারীর দাবি করতে পারেন।
প্রাচীন ভারতের মহাপন্ডিত আচার্য চাণক্য (Chanakya) তিনি যেমন সর্বশাস্ত্রঙ্গ, কূটনীতিঙ্গ ও অর্থনীতিবিদ ও দার্শনিক ছিলেন সাথে তিনি সকল বিষয়ে অনেক গভীর পর্যবেক্ষণ করতেন।
চাণক্যের মতে, একজন নারী সাধারণত একজন সৎ ও পরিশ্রমী পুরুষের প্রতি আকৃষ্ট হন। মহিলারা শান্ত ও সুরেলা পুরুষের দিকে আর্কষিত হন।
কামুক পুরুষকে কীভাবে চিনে ফেলবেন তার টোটকা দিয়েছেন চাণক্য।
সাজ- চাণক্য বলেছেন, যে পুরুষরা বেশি দামী পোশাক পরেন ও সাজে বেশি মনোযোগ দেন তাঁরা কামুক প্রকৃতির।
চোখ- কামুক পুরুষের চোখ রাস্তাঘাটে স্থির থাকে না। তাঁরা সব নারীর দিকে তাকায়। তাঁদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হন।
গোপনীয়তা- এই ধরনের পুরুষ স্ত্রী ও প্রেমিকাকে আড়ালে রাখেন। সম্পর্ক গোপন করেন। কারণ তাঁরা একাধিক নারীকে বশে আনতে চান।
অল্পে সন্তুষ্ট নয়- কামুক পুরুষ অল্পে সন্তুষ্ট হন না। কোনও একটি জিনিস বা বস্তু তাঁদের প্রিয় হয় না। অন্য বস্তু পছন্দ করে।
লোভী ও মিথ্যুক- এই ধরনের পুরুষের এক নারীতে মন টেকে না। তাঁদের মাথার মধ্যে থাকে লালসা। মিথ্যা বলে তাঁরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায়।
নারীদের এমন পুরুষকে চিনতে হবে। এই পুরুষরা কেবল শরীরিক কারণেই ব্যবহার করে।