BY- Aajtak Bangla
16 July 2025
চুল কালো হলে সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। চুলের যত্ন না নিলে নানা সমস্যা তৈরি হবে।
কারও অকালেই চুল পড়ে যায়। আবার কারও অল্প বয়সেই চুল পেকে যায়।
বিশেষজ্ঞদের মতে, চুলে ধনেপাতা লাগালে দারুণ উপকার পাবেন। কমবে চুল পড়া।
ধনেপাতায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন, যা চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে।
চুলে ধনেপাতা লাগালে ময়লা, খুশকি দূর হয়।
কিন্তু কীভাবে চুলে ধনেপাতা লাগাবেন, জেনে নিন...
ধনেপাতাগুলি প্রথমে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপরে মিক্সিতে পেস্ট বানান।
. ওই মিশ্রণ চুলে মেখে ৩০ মিনিট রেখে দিন। হাল্কা মাসাজ করতে হবে।
তারপরে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার লাগালেই ফল পাবেন।