10 April, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অন্যতম সাকসেসফুল ক্রিকেটার। তাঁকে বলা হয় ক্যাপ্টেন কুল। খেলার মাঠে হাজার চাপের মধ্যেও তিনি বারবার সফল হয়ে দেখিয়েছেন।
মহেন্দ্র সিং ধোনির মতে, খেলার মাঠের মতোই মানুষের জীবনেও প্রচুর থাকে। আর সেই চাপ হ্যান্ডেল করতে হয়। খুঁজে নিতে হয় সাফল্যের পথ।
ধোনির মতে, তিনি কখনও সাফল্য বা সাকসেসের প্রত্যাশা করেন না। তিনি সব সময় নিজের সেরাটা দেওয়ায় বিশ্বাসী।
কোনও অজুহাত দেওয়ার পক্ষপাতি তিনি নন। ধোনি জানান, তিনি কোনওসময় অজুহাত করেন না। তাঁর কাছে যা আছে তাই নিয়েই খুশি। আর তা দিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করেন।
মাথা ঠান্ডা রেখে কাজ করে যান। নিজের যা শক্তি বা সামর্থ্য আছে সেই নিয়েই শেষ পর্যন্ত লড়ে যাই।
ধোনি আরও জানান, তিনি অজুহাতে বিশ্বাসী নন। বরং তিনি চান অজুহাত ছাড়া কাজ করতে। এগিয়ে যেতে। ধোনির মতে, রেজাল্টের আশা করলে মানসিক চাপ তৈরি হয়।
ধোনির মতে, এভাবেই সব বিষয়ের সঙ্গে ডিল করা উচিত। তাহলে নিজেদের ঠিক ভুলগুলো ধরা যায়। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়া যায়।