21 August, 2024
BY- Aajtak Bangla
v
হিরের গয়না কেনার হুজুগও বেড়েছে। জ্যোতিষের দিক থেকেও হিরের গুরুত্ব রয়েছে।
৬ রাশির জাতক-জাতিকারা হিরে পরলে লাভবান হন।
৫ রাশির জাতক-জাতিকারা হিরে পরলে ক্ষতি হতে পারে।
জ্যোতিষশাস্ত্র এবং রত্নবিদ্যা অনুসারে, রাশি দেখে রত্ন পরতে বলা হয়।
কারও রাশিতে যদি কোনও গ্রহ দুর্বল থাকে, তাহলে তার সঙ্গে যুক্ত পাথর সেই গ্রহকে শক্তিশালী করে। ভাগ্য ফেরে।
জ্যোতিষ অনুসারে, ভুল রত্ন পরলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
কারা হিরে পরবেন? বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশি হিরে পরতে পারে।
এই রাশির লোকেরা হিরে পরলে আসে সৌভাগ্য। সমৃদ্ধি যোগও তৈরি হয়।
হিরে পরলে নেতিবাচক ফলও হতে পারে। কোন কোন রাশির হিরে পরতে নেই?
কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির জাতক-জাতিকারা একেবারেই হিরে পরবেন না।
তারা হিরে পরলে আসে নেতিবাচক চিন্তা। ঘুম হয় না। স্বাস্থ্যেরও অবনতি।