11 Nov, 2024

BY- Aajtak Bangla

বৃষ্টির জল খেয়ে ফেলেছেন? শরীরে কী হতে পারে ধারনা আছে?

আমরা দেখি পানীয় জল নিয়ে নানা রকম সমস্যা। সরবরাহ নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। জল পান না অনেক জায়গার মানুষ।

এখানে কখনও মনে প্রশ্ন ওঠে না, বৃষ্টির জলে ভাসাভাসির সময় এই জলকে যদি ধরে রেখে দেওয়া যেত তাহলে কত না কাজে লাগানো যেত!

বৃষ্টির জল ধরে রেখে অনেক জায়গায় চাষাবাদ ও অন্য়ান্য কাজ করার চল শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। 

কিন্তু বৃষ্টির জল খাওয়া গেলে তো অনেক সমস্যার সমাধান হতো। কেউ কি কখনও চেষ্টা করে দেখেছেন?

ছেলেবেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাটে দাপিয়ে বেড়ানোর সময় ২-৪ ফোঁটা অনেকেই খেয়েছি। কিন্তু ওই পর্যন্তই, গ্লাসে জমিয়ে খাওয়া হয়নি কখনও।বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। প্রতিদিন সকালে এবং বিশেষ করে সন্ধ্যায় প্রধান দরজায় সরিষার তেলের প্রদীপ জ্বালান।

তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার যে বৃষ্টির জল খেলে ঠিক কী কী হতে পারে?

আসলে যে পরিমাণ দূষণ বাড়ছে তাতে কোনও ভাবেই বৃষ্টির জল পান করা উচিত নয়। তাই এই জল পান করলে মারাত্মক ক্ষিত হতে পারে।

বৃষ্টির জল অ্যাসিডিক এবং এই জল বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে প্রতিক্রিয়ায় দূষিত হয়। এই জল পান করলে ডায়রিয়া, ইনফেকশন ও ফুসফুসের সমস্যাও হতে পারে।

তবে বৃষ্টির জল না খেয়ে অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন ঘর মোছা, গাছে জল দেওয়া বা গাড়ি ধোয়ার মতো কাজে ব্যবহার করা যেতে পারে বৃষ্টির জল।