14 MAY, 2024
BY- Aajtak Bangla
আপনি নিশ্চয়ই আজ পর্যন্ত অনেক ধরনের পরোটা খেয়েছেন। আপনি নিশ্চয়ই তেল দিয়ে ঘি দিয়ে ভাজা পরোটা খেয়েছেন?
কিন্তু ডিজেল দিয়ে ভাজা পরোটা খেয়েছেন কখনও?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন।
চণ্ডীগড়ের এক ধাবায় এমন ভয়ানক পরোটা ভাজার পদ্ধতি তুলে ধরলেন এক ফুড ব্লগার। সেই ভিডিও দেখে মাথায় হাত নেটিজেনদের।
পরোটা তৈরি করতে পোড়া তেলের ব্যবহার দেখে ক্যামেরার পিছনে থাকা ব্যক্তির প্রশ্নের মাধ্যমে ভিডিওটি শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি আলু মিক্স পরোটা ভাজছেন। দেখা যায় পরোটার উপর টিনের ব্যারেল থেকে কালচে তেল ঢেলে ঢেলে দিতে।
সাধারণত তেল আগে দিয়ে পরোটা ভাজা হয়। আর এখানে গরম তাওয়ায় পরোটা দিয়ে তাকে চুবিয়ে দেওয়া হয় কালো তেলে। পরোটা কালো এবং বাদামী বর্ণ ধারণ না করা পর্যন্ত প্রক্রিয়া চলতে থাকে।
ভিডিওটি তৈরি করা ব্যক্তি পরোটা বানানো ব্যক্তিকে পরোটার নাম জিজ্ঞাসা করেছিলেন, যার উত্তরে পরোটা বানানো বলেছিলেন যে তিনি ডিজেল পরোটা তৈরি করছেন।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, 'খেয়ে ভালো না লাগলে থানায় রিপোর্ট করুন।'