BY- Aajtak Bangla

গালে টোল পড়া ছেলেমেয়েদের ভাগ্যে কী থাকে, কেমন কাটে জীবন

4 May 2025

চেহারায় কিছু চিহ্ন যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশেষ কিছু চিহ্ন সকলের থেকে আলাদা করে।

চেহারায় চিহ্ন

তেমনই একটি চিহ্ন হল টোল। অনেক ছেলে মেয়েরই গালে টোল পড়ে।

টোল

গালে টোল পড়া ব্যক্তিদের দেখতে বেশ ভাল লাগে।

দেখতে ভাল

গালে টোল পড়া ছেলেমেয়েদের  ভাগ্য কেমন হয়... .

ভাগ্য কেমন

সমুদ্রশাস্ত্র মতে, কোনও মহিলার দুই গালে টোল পড়লে, তিনি ভাগ্যবতী হন। . .

ভাগ্যবতী

যেসব ছেলেমেয়ের গালে টোল পড়ে,. তাঁরা স্বভাবে দুষ্টুমিষ্টি হয়। . .

স্বভাব কেমন

গালে টোল পড়া ছেলেমেয়েরা জীবনকে সহজ ভাবে নেন।

সহজ জীবন

গালে টোল পড়া ছেলেমেয়েরা হাসিখুশি স্বভাবের হন।

হাসিখুশি