10 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
ঘরের মেঝেতে জেদি ময়লা দাগ কোনও কিছুতেই উঠতে চায় না। সে যতই ফ্লোর ক্লিনার দিয়ে ঘষুন না কেন।
বাড়ির মেঝে ১০-১২ বছর পেরোলেই ফ্লোরে কালো দাগ পড়তে থাকে। ঘরের কোণায় কোণায় ময়লা জমে যায়।
তবে অনেকসময়ই দেখা যায়, ক্লিনার জল দিয়ে পরিষ্কার করলেও সেই জেদি দাগ যায় না৷ অনেকে ডেটল, লাইজল ব্যবহার করলেও কিছু লাভ হয় না।
সে ক্ষেত্রে অনেকেই ভিনিগার দিয়ে পরিষ্কার করেন৷ কিন্তু সাবধান, যদি মার্বেলের মেঝে হয়, তবে ভিনিগার দিয়ে একদমই পরিষ্কার করবেন না৷
অনেকে ডিটারজেন্ট ব্যবহার করে, সোডা ব্যবহার করে। সোডা, ভিনিগার এসব কোনওদিনই ব্যবহার করবেন না। এতে মেঝে নষ্ট হয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড হবে।
তাই টুথপেস্ট ব্যবহার করুন ৷ শুধু সাদা টুথপেস্টই ব্যবহার করবেন। জলে এটি মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন৷
এই জল দিয়ে পুরো ঘর মুছে নিন৷ কালো কালো ময়লা এক মোছাতেই উঠবে। এতে শুধু মেঝেই উজ্জ্বল হবে না, ঘরের গন্ধও দূর হবে।