BY- Aajtak Bangla

ঘষাঘষি ছাড়াই ১ মিনিটে চকচকে হবে নোংরা চিরুনি! সহজ ট্রিকস

18 OCTOBER, 2024

আমাদের রোজকার জীবনে চিরুনি সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস। পাঁচ মাসের শিশু হোক কিংবা নব্বইয়ের বৃদ্ধ, এটি সকলের  কাজে লাগে।

সব সময় ব্যবহারের কারণে চিরুনিতে ময়লাও জমে খুব তাড়াতাড়ি। নোংরা চিরুনি থেকে চুলের ক্ষতি হয় এবং মাথায় নানা রোগের বাসা বাঁধার সম্ভাবনা থাকে।

রোগ থেকে দূরে থাকতে নিয়মিত পরিষ্কার রাখুন চিরুনি।রইল অল্প সময়ে চিরুনি পরিষ্কারের সহজ কিছু উপায়। 

 জলে শ্যাম্পু ও কিছুটা বেকিং সোডা মিশিয়ে তাতে চিরুনি ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ব্রাশ দিয়ে ঘষলেই উঠে যাবে ময়লা।

চিরুনি ভিজিয়ে তাতে সাবান এবং টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে চিরুনি পরিষ্কার করুন। জমে থাকা ময়লা সহজেই দূর হবে।

 টিস্যু পেপারের সাহায্যেও চিরুনি পরিষ্কার করা সম্ভব। টিস্যু পেপার জলে ভিজিয়ে নিয়ে চিরুনিতে ঘষলেই উঠে যাবে সব ময়লা। 

একটি মগ বা বালতিতে সাবানের জলে নোংরা চিরুনিগুলো রেখে দিন রাতভর। সকালে উঠে ভালো করে ঘষে ধুয়ে নিলেই ঝকঝকে হবে।

ছেলেদের গোল চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার করতে প্রথমে আগে বলা যে কোনও একটি পদ্ধতিতে ভিজিয়ে রাখুন। এরপর টুথপিক বা কাঠির সাহায্যে ছোট ছোট চুলগুলো বের করে নিন।

সপ্তাহে অন্তত একদিন চিরুনি পরিষ্কার করলে বেশি ময়লা জমে না। ফলে পরিষ্কার করা অনেক সহজ হয়। 

ময়লা চিরুনি ঘরে ফেলে রাখার অভ্যাস ছেড়ে, নিয়মিত পরিষ্কার করুন।