07 December, 2023
BY- Aajtak Bangla
নাকে সাদা সাদা নোংরা, ব্ল্যাকহেডসের জ্বালায় অতিষ্ট?
প্রতিদিন পরিষ্কার করেও পরের দিন সেই যেমন কার তেমন নোংরায় জমছে?
ঘরোয়া উপায়ে হবে সমাধান, তাও আবার রান্নাঘরের মশলাতেই।
পাত্রে ১ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন
তাতে ৪-৫ ফোঁটা জল মিশিয়ে ১০-১৫ মিনিট নাকে রেখে ধুয়ে নিন।
২ চামচ বেকিং সোডা ২ চামচ জল মিশিয়ে মুখে লাগিয়ে ২-৩ মিনিট রাখলেও ব্ল্যাকহেডস দূর হবে।
সপ্তাহে ২ থেকে ৩ দিন করুন, দেখবেন ফল পাবেন।
আবার কাপে গরম জল দিয়ে তাতে গ্রিনটি ৫০-৬০ মিনিট রেখে তার সঙ্গে মধু মেশান।
এই মিশ্রণটি লাগালে নাকের ব্ল্যাক হেডের সমস্যা থেকে মুক্তি পাবেন ।