5 March 2024

BY- Aajtak Bangla

আটা মেখে ফ্রিজে রেখে দেন ? অজান্তে ডেকে আনছেন  বড় বিপদ

এখন মানুষের জীবনে সময় এর খুব অভাব । সকলেই তাদের কাজ নিয়ে ব্য়াস্ত ।

এর মধ্য়ে সকলেই তাদের সময় বাঁচাতে চান ।

আটা মেখে রুটি বানাতে ভালোই সময় লাগে এর ফলে অনেকেই সময় বাঁচাতে আটা মেখে ফ্রিজে রেখে দেয়। 

এবং সেই ফ্রিজে রাখা আটা দিয়ে দিনের পর দিন রুটি বানিয়ে খান ।

কিন্তু এই করেই  ডেকে আনছেন শরীরে অনেক বিপদ ।

জেনে নিন কী কী বিপদ হবে ফ্রিজে রাখা আটা দিয়ে রুটি বানালে ।

এই আটা দিয়ে রুটি বানালে হতে পারে ক্য়ান্সার, এই বিষয়  বিজ্ঞানিরা বলেছেন তবে তা এখনও প্রমানিত হয়নি ।

এছাড়াও হবে বিভিন্ন ধরনের পেটের সমস্য়া ।

ফলে কখনই ৪৮ ঘন্টার বেশি সময় আটা ফ্রিজে রাখবেন না ।