BY- Aajtak Bangla

দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খান? কী ক্ষতি হচ্ছে শরীরের জেনে নিন

16 OCTOBER, 2023

দই আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর একটি খাবার। দই আমাদের শরীরকে পুষ্টি দেয়।

বেশিরভাগ মানুষ সকালে টিফিনের পর বা দুপুরে খাবারের পর দই খেয়ে থাকেন।

অনেকেই আছেন যাঁরা দইয়ে নুন মিশিয়ে খান।  এতে শরীরের ক্ষতি হতে পারে।

দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খেলে কী কী ক্ষতি হতে পারে জেনে নিন।   

দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খেলে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।  

দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খেলে চুল পাকতেও শুরু করে।

দইয়ের সঙ্গে নুন মিশিয়ে খেলে ত্বকেও সেটার প্রভাব পড়ে। ত্বকে ফোড়া ও বিভিন্ন রোগও হতে পারে।

হৃদরোগীদের দইয়ের সঙ্গে নুন মিশিয়ে কখনই খাওয়া উচিত হবে না। 

দইয়ের সঙ্গে নুন খেলে স্ট্রোক হওয়ার ভয় থেকে যায়।