14 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

যখন তখন বন্ধুদের এঁটো খাচ্ছেন, জানেন শরীরে কি ডেকে আনছেন

আপনারা প্রায়ই শুনে থাকবেন যে একে অপরের এঁটো খেলে ভালোবাসা বাড়ে।

এর মধ্যে কতটুকু সত্যতা আছে চলুন জেনে নেওয়া যাক।

একে অপরের এঁটো খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই কাজ থেকে বিরত থাকতে হবে।

 অন্যথায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।

এঁটো  খেলে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। কারো খাওয়ার পর দীর্ঘসময় ধরে রাখা খাবার খেলে সমস্যা হতে পারে।

এঁটো ফুড খেলে  মুখে ঘা হতে পারে। আপনার ঠোঁটের ভিতরের দিকে বা আপনার জিহ্বায় ফোসকা দেখা দিতে পারে।

একে অপরের এঁটো  খাওয়ার কারণে ভাইরাল, সংক্রমণ, কাশি, সর্দির মতো সংক্রামক রোগও ছড়াতে পারে। ধনে গুঁড়ো

আপনি যদি খাবার শেয়ার করতে  চান তবে একসঙ্গে  খাওয়ার পরিবর্তে খাওয়ার আগে ভাগ করে নিন। এর মাধ্যমে এঁটো খেলে যে ক্ষতি হয় তা এড়াতে পারবেন।