16 April, 2024
BY- Aajtak Bangla
বাইক কেনার সময় অনেকেই বিভিন্ন দ্বন্দ্বে পড়েন যে কোন বাইকটি আপনার জন্য সঠিক হবে ড্রাম ব্রেক নাকি ডিস্ক ব্রেক।
আমাদের সঠিকভাবে চলাচল করার জন্য হাত কিংবা পায়ের ভালো থাকা যেমন জরুরি। তেমনি একটি বাইকের ক্ষেত্রে ভালো ব্রেক থাকাটা ততটাই জরুরি।
আপনি যদি বাইক কিনতে ইচ্ছুক হন তবে জেনে নিন ড্রাম ব্রেক ও ডিস্ক ব্রেকের মধ্যে পার্থক্য কী?
সাধারণত ছোটো গাড়িতে কিংবা কম মাইলেজ যুক্ত গাড়িতে ড্রাম ব্রেক ব্যবহার হয়। ড্রাম ব্রেকে ব্রেকশু নামক একটি যন্ত্র থাকে যা ব্রেক ড্রামের ভিতরে ঘর্ষণ করে গাড়ি থামায়।
এই ব্রেকের সুবিধা হল এই ব্রেক রক্ষণাবেক্ষণে সুবিধা ও কম খরচ সাপেক্ষ।
ভারী ব্রেকিং যেখানে কম ব্যবহৃত হয় ও গাড়ির মাইলেজ ১০০ থেকে ১২৫ সিসির মধ্যে সেই সব গাড়িতে ড্রাম ব্রেক ব্যবহার হয়।
ডিস্ক ব্রেক মূলত উন্নত যানবাহনে ব্যবহৃত হয়। যেখানে গাড়ির মাইলেজ ১২৫ সিসির উপর সেখানে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়।
ডিস্ক ব্রেকে একটি ডিস্ক রটার ও ব্রেক প্যাড থাকে, যা রটারের উপর চাপ দিয়ে গাড়িকে থামায়।
উচ্চ পার্বত্য অঞ্চলে বা জনবহুল শহরে যেখানে হঠাৎ ব্রেক দেওয়ার প্রয়োজন হয়, সেই সব স্থানে এই গাড়ি ব্যবহার করা হয়।
এই ডিস্ক ব্রেকের প্রধান বৈশিষ্ট্যই হল এটি দ্রুত কার্যকরী। যা হঠাৎ করে হাই স্পিড গাড়ি থামাতে সাহায্য করে।
আপনি যদি শহরাঞ্চলে বাস করেন তাহলে আপনার ডিস্ক ব্রেকের গাড়ি ব্যবহার করা উচিত। অন্যদিকে আপনি যদি কম খরচ করতে চান, তাহলে আপনি ড্রাম ব্রেক ব্যবহার করতে পারেন।