BY- Aajtak Bangla

এই গ্রীষ্মে বেকিং সোডাতেই বাড়বে গ্ল্যামার, উপায়টা জেনে নিন

March 11, 2024

বেকিং সোডাকে সোডিয়াম বাইকার্বোনেট বলা হয়।

বেকিং সোডা যেমন রান্নায় ব্য়বহার করলে তা  স্বাদ বৃদ্ধি করে,তেমনি এটি মুখেও মাখা যায়।

তবে বেশি পরিমান বা ভুল পদ্ধতিতে এটি ব্য়বহার করলে তা ত্বকের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে।

জেনে নিন এটির ব্য়বহারের উপায়-

এটি ত্বকের মরা কোষ দূর করে,এটির ব্য়বহারে মুখের চামরা  পরিষ্কার এবং মসৃণ থাকে।

ক্ষারীয় প্রকৃতির কারণে এটি অতিরিক্ত তৈলাক্ত চামরায় লাগালে তা ব্রণের সমস্য়া থেকে রেহাই পেতা সাহায্য় করে।

তবে বেশি ব্য়বহার করলে তা ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয়, চামরার প্রাকৃতিক ক্ষারের ভারসাম্য় নষ্ট করে দেয়।

সংবেদনশীল ত্বকে এটি একদম প্রয়োগ করবেন না এতে নানা সমস্য়া ,জ্বালা, লালভাব দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বেকিং সোডা অল্প মাত্রায় ব্য়বহার করতে পারেন, তবে যদি এতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি ত্য়াগ করুন।

বেকিং সোডা চামরায় এক্সফোলিয়েটর হিসাবে ব্যবহার করা যেতে পারে।

রিপোর্টে জানা যায় এটি ত্বকে সপ্তাহে অন্তত একবার প্রয়োগ করতে পারেন।