BY- Aajtak Bangla
20 FEBRUARY, 2025
বাসন মাজার জন্য আজকাল সাবান বা ডিশ সোপের ব্যবহার হয়। তবে অনেক সময় সেসব ব্যবহার করে হাতের সমস্যা হয়।
তাহলে এঁটো বাসন পরিষ্কার করবেন কীভাবে? সাবান ছাড়াও কিছু জিনিস আছে বাসন মাজার জন্য।
বেকিং সোডা দিয়ে দারুণ ভাবে বাসন পরিষ্কার হয়। বাসনের ওপর বেকিং সোডা মেশানো জল ছিটিয়ে স্পঞ্জ দিয়ে ঘষুন।
থালা বাসন ধোয়ার সবচেয়ে সহজ উপায় হল ফোটানো জল। গরম জল দিয়ে সিঙ্ক পূরণ করে কমপক্ষে ৩০ মিনিটের জন্য বাসন ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করতে স্পঞ্জ ব্যবহার করুন।
বাসন পরিষ্কার করার জন্য আজও ছাইয়ের থেকে সেরা কোনও জিনিস হয় না। ছাই ব্যবহারের পর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
তবে এমন কোনও ছাই ব্যবহার করবেন না যাতে প্লাস্টিক বা আবর্জনার অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা হতে পারে। কারণ এই ছাই বিষাক্ত হতে পারে।
নুন একটি শক্তিশালী ডিশওয়্যার ক্লিনার। বাসন থেকে খাবারের কণা মুক্ত করতে স্পঞ্জ ব্যবহার করুন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
লেবু দিয়েও বাসন পরিষ্কার করা যায়। এক্ষেত্রে লেবুর কেটে খোসা সহ টুকরো দিয়ে মাজতে হবে।