BY- Aajtak Bangla
9 November, 2023
দীপাবলি মানেই আলোর উৎসব। চারিদিকে ভরে ওঠে আলোর রোশনাইতে।
আকাশে দেখা যায় শুধু আলোর ছটা। বাতাসে বারুদের গন্ধ।
তবে বাজি পোড়ানোর সময় হতে পারে অনেক দুর্ঘটনা। আগুনে পুড়লে তৎক্ষণাৎ কী লাগাবেন?
হাতের কোনও অংশ পুড়ে গেলে ঠাণ্ডা জল দিতে পারেন। এর ফলে জ্বালাভাব কমবে।
সুতির জামাকাপড় পরে বাজি পোড়ান। সিন্থেটিক পোশাক পরে আগুনের কাছে যাবেন না।
কোথাও পুড়ে গেলে জলের সঙ্গে হলুদ মিশিয়ে লাগাতে পারেন, উপকার পাবেন।
পোড়া স্থানে মধু বা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। স্বস্তি মিলবে এবং ফোস্কা পড়ার সম্ভাবনা কমে।
পোড়া বা ছ্যাঁকা লাগা স্থানে সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগালে ফোস্কা পড়বে না।
তবে খুব বেশি পুড়লে সঙ্গে সঙ্গে অবশ্যই যান চিকিৎসকের কাছে।