BY- Aajtak Bangla
28th August, 2024
মেয়েদের বয়স নাকি জিজ্ঞেস করতে নেই। এমনটা প্রচলিত রয়েছে আমাদের সমাজে।
মেয়েদের বয়স জিজ্ঞাসা করলে মেয়েরা রেগেও যায় অনেক সময়। অনেকেই এর পিছনে থাকা কারণ জানেন না।
আসলে এর উত্তর লুকিয়ে রয়েছে বহুযুগ ধরে চলা সংস্কারে। বাংলায় প্রবাদ আছে মেয়েরা নাকি ২০ তেই বুড়ি।
মেয়েদের যোগ্যতার মানদন্ড তাদের বয়সের ভিত্তিতে। মেয়ে মানেই কবে বিয়ে করছে, কবে মা হচ্ছে। ঠিক এই ভাবনা থেকেই কুড়িতে বুড়ি কনসেপ্ট এসেছে।
বয়ঃসন্ধির পর থেকেই পরিবার ও সমাজের একটাই লক্ষ্য থাকে মেয়েদের বিয়ে কবে হবে এই নিয়ে। আর যে কারণে মেয়েরা এর হাত থেকে বাঁচতে সাধারণত বয়স লুকিয়ে থাকেন।
আরও একটি কারণ হল আসল বয়স সকলকে জানালে সবাই জেনে যাবেন যে মেয়েটি যৌবনকালে রয়েছে নাকি তার থেকে একটু এগিয়ে রয়েছে।
আর তাই জোয়ান থাকার বাসনায় নিজেদের বয়স বলতে চায় না মেয়েরা।
তবে আধুনিক যুগে দাঁড়িয়ে মেয়েরা এখন এই ভাবনা থেকে অনেকটাই সরে এসেছেন। এখন অনেকেই নিজের বয়স না লুকিয়ে বলে ফেলেন।
একটা মেয়ে জীবনে কীভাবে চলবে সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সঙ্গে বয়সের কোনও যোগ নেই।