BY- Aajtak Bangla

শনি ও রবিবার ভুলেও কিনবেন না এই জিনিস, কাঙাল হয়ে যাবেন 

10 May 2025 

শনি ও রবিবার ছুটির দিন। এই দুটি দিনে অবসর বেশি থাকে। সেজন্য অনেকে সংসারের কাজ করেন।

তবে এই দুই বারে সব কাজ করতে নেই। তাহলে সংসারের অমঙ্গল হয়। আর্থিক দিক ক্ষতিগ্রস্ত হয়। 

শনিবার কোনও সময় বাসন কিনবেন না। লোহার যে কোনও জিনিস কেনা থেকে বিরত থাকুন। এই দিন ভুলেও সোনার জিনিস কিনবেন না।

রবিবার কখনও গাছের পরিচর্যা করবেন না। করলে বাড়িতে অশুভ শক্তির বৃদ্ধি হয়। 

বুধবার ঋণ নেবেন না বা দেবেন না। টাকা আদান প্রদানের জন্য এই দিনটি খুব অশুভ। 

মঙ্গলবার মামলা মোক্কদমা থেকে এড়িয়ে চলুন। তাতে অসফল হওয়ার সম্ভাবনা বেশি।

শুক্রবার কোনও জিনিস দান করতে নেই। সপ্তাহের অন্যদিন দান করতে পারেন। তবে শুক্রবার নয়। 

সোমবার পোশাক নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকুন। কালো রঙের পোশাক ভুলেও পরবেন না এই দিন। 

শনি ও বৃহস্পতিবার চুল ও নখ কাটবেন না। শনিবার চুল, নখ কাটলে শনিদেব অপ্রসন্ন হন।