03 Nov, 2024
BY- Aajtak Bangla
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। দান করা অত্যন্ত শুভ।
যদি আপনি দারিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য মতো কোনও কিছু দান করেন তাহলে মা লক্ষ্মীও আপনার ওপর খুশি হবেন। আর্থিক দিকে অনেক লাভ হবে আপনার।
=
জীবনে সুখ, শান্তি লেগে থাকবে। তবে ভুল করেও আপনি কিন্তু এই জিনিসগুলি কাউকে দান করবেন না। এতে আপনার কিন্তু অর্থহানি হতে পারে।
=
জীবনে খুব অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। জানুন কোন কোন জিনিস একদমই দান করবেন না।
হিন্দুধর্মে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আপনি কিন্তু ঝাঁটা কাউকে দান করবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে।
স্টিলের বাসন কাউকে দান করা এড়িয়ে চলুন। বলা হয় স্টিলের পাত্র দান করলে মানুষের বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়। যারা ব্যবসা করছেন তাদের অনেক সমস্যায় পড়তে হয়।
ধারালো জিনিস ভুলেও কোন ব্যক্তিকে ছুরি, কাঁচি, ধারালো জিনিস দান করবেন না। এগুলি দান করলে জীবনে কষ্ট বাড়ে।
ভুলেও বাসি বা নষ্ট খাবার একদমই দান করবেন না। এতে আপনার ঘরে কিন্তু দারিদ্র্য আসতে পারে। জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে। এমনকী অর্থহানিও হতে পারে।
তেল দান করার শুভ। এতে কিন্তু শনি দেবতা খুব খুশি হন। যদি দান করতে হয় সর্ষের তেল দান করবেন। তবে যে তেল একবার আপনি ব্যবহার করেছেন, সেই তেল ভুলেও দান করবেন না।