12 December, 2023

BY- Aajtak Bangla

মাছের সঙ্গে ভুলেও  পাতে নয় এই ৫ খাবার, খেলেই চর্মরোগ

মাছ খেয়ে ভুল করেও ৫ খাবার  খাবেন না, এতে চর্মরোগ  হতে পারে।

অনেকেই মাছ খেতে পছন্দ  করেন, এটি অনেক রোগ  নিরাময়ও করে।

চর্মরোগের মতো অনেক রোগের কথাও অনেকবার শুনে থাকবেন। জানেন এসব রোগের কারণ কি?

জানুন মাছের সঙ্গে কী কী খাওয়া উচিত নয়। কী খেলে চর্মরোগসহ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন।

যখনই মাছ খাবেন, তারপর দই খাওয়া উচিত নয়, এতে ক্ষতি হয়।

মাছের সঙ্গে বাটার মিল্কও খাওয়া উচিত নয়।

কফি বা চা, মাছ খাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে খেতে হবে।

দুধ পান করাও খুব ক্ষতিকর হতে পারে। এটি ত্বক সম্পর্কিত অনেক সমস্যাও সৃষ্টি করতে পারে।

টক ফল খাওয়া উচিত না, এতে হজমজনিত রোগের সম্মুখীন হতে পারেন।