10 May 2025
BY- Aajtak Bangla
থাইরয়েড গ্ল্যান্ড যখন যথাযথ ভাবে কাজ করে না, তখন হয় হরমোন বেশি নিঃসৃত হয়, নয় কম।
এই পরিস্থিতি তৈরি হলে বুঝতে হবে রোগী থাইরয়েডের সমস্যায় ভুগছেন। যার ফলে হয় ওজন হয় বাড়ে নয় মারাত্মক কমে যায়।
থাইরয়েডের রোগীদের নিয়ম করে ওষুধ খেতে হয়। তবে সেই ওষুধ খাওয়ারও নিয়ম আছে।
ওষুধ কতটা কাজ করবে, তা নির্ভর করে নিয়ম মেনে খাওয়া হচ্ছে কি না, তার উপর।
থাইরয়েডের ওষুধ সব সময় খালি পেটে খাওয়া উচিত।
দুগ্ধজাত খাবার বা প্রক্রিয়াজাত ফলের রস থাইরয়েডের ওষুধ খাওয়ার পর এড়িয়ে যাওয়া উচিত।
থাইরয়েডের ওষুধ খাওয়ার পর চলবে না পাঁঠার মাংস, পালংশাক, প্রক্রিয়াজাত দানাশস্য।
সয়াবিন থেকে তৈরি খাবার, যেমন সয়ামিল্ক, টোফু ইত্যাদিও নৈব নৈব চ।
থাইরয়েডের ওষুধ খাওয়ার পর মোটে চলবে না কফি।