23 JUNE, 2023
BY- Aajtak Bangla
খালি পেটে এই সব খাবার 'বিষ', হতে পারে গ্যাসট্রিক-ক্যান্সার
যে কোনও খাবার অনেকটাই নির্ভর করে সময়ের উপর। কিছু খাবার অসময়ে খেলে হিতে বিপরীত হয়।
টমেটো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। খালি পেটে খেলে পেটের গোলমাল হবেই। এটি অ্যাসিডিক প্রকৃতির।
খালি পেটে টমেটো খেলে পেটে ব্যথা হতে পারে। আলসারে আক্রান্তদের জন্য আরও বিপজ্জনক।
কমলালেবু, আঙুর, লেবুর মতো সাইট্রাস ফল ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। সকালে খালি পেটে একদম খাবেন না।
কার্বনেটেড পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খালি পেটে খেলে আরও বিপজ্জনক।
সকালে কোল্ড ড্রিংক একদম খাবেন না। পেটের বারোটা বাজবে।
সকালে খালি পেটে চা-কফির অভ্যাস শরীরের বিবিধ ক্ষতি করে।
খালি পেটে কফি খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। বাড়ে কোষ্ঠকাঠিন্য ও বমির সমস্যা।
এছাড়াও পেস্ট্রি, প্যাটিস জাতীয় খাবার খালি পেটে খাওয়া খুব বিপজনক। এগুলি এড়িয়ে চলুন, সুস্থ থাকবেন।
Related Stories
মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে ছোলার ডাল দেয়, তার রেসিপি
বাড়ির সকলে এক সাবান? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে
ডিমের সঙ্গে এই ৬ খাবার খাবেন না, ভয়ঙ্কর বিপদ হবে
একরাত ভিজিয়েই ছোলায় বেরোবে কল, শুধু টেকনিকটা শিখে নিন