BY- Aajtak Bangla
22 March, 2025
অনেকেই ভালোবেসে পথকুকুরদের খাওয়ান। তবে কিছু খাবার তাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারে। জানুন কোন খাবার এড়িয়ে চলবেন।
চকোলেটে থাকা থিওব্রোমিন কুকুরের শরীরের জন্য ক্ষতিকর। এটি খেলে কুকুরের বমি, ডায়ারিয়া, এমনকি হার্টের সমস্যাও হতে পারে।
অনেক কুকুর ল্যাকটোজ সহ্য করতে পারে না। দুধ বা দই খেলে তাদের পেটে গ্যাস, ডায়ারিয়া ও অস্বস্তি হতে পারে।
পাতলা ও ধারালো হাড় কুকুরের গলায় আটকে যেতে পারে। এমনকি এটা তাদের অন্ত্রে ছিদ্রও করতে পারে।
পেঁয়াজ ও রসুন কুকুরের রক্তের লোহিত কণিকা নষ্ট করে। এর ফলে রক্তাল্পতা, দুর্বলতা ও শ্বাসকষ্ট হতে পারে।
আঙুর বা কিসমিস খেলে কুকুরের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি অল্প পরিমাণেও এই খাবার ভয়ানক হতে পারে।
ভাজা, ঝাল ও অতিরিক্ত মশলাদার খাবার কুকুরের হজমে সমস্যা করে। এতে বমি, গ্যাস ও ডায়ারিয়া হতে পারে।
কফি, চা বা সোডায় থাকা ক্যাফেইন কুকুরের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এতে কুকুরের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।
চিপস, বিস্কুট বা প্রসেসড খাবারে থাকা অতিরিক্ত নুন কুকুরের জন্য ক্ষতিকর। এতে ডিহাইড্রেশন ও কিডনির সমস্যা হতে পারে।
পথকুকুরদের খাওয়াতে চাইলে ভাত-ডাল, সেদ্ধ মাংস, সেদ্ধ ডিম বা ক্র্যাকার বিস্কুট দিতে পারেন। স্বাস্থ্যকর খাবারেই ওরা সুস্থ থাকবে।