08 MAY 2025
BY- Aajtak Bangla
সাপ কাউকে রেয়াত করে না যে কারওর ওপর হামলা চালায়। আত্মরক্ষায় সাপ কামড়ায়। সাপের বিষ ভয়ানক।
গরম-বর্ষা এলেই সাপের উপদ্রব বাড়িতে থাকে। বাড়িতে কিছু জিনিস রাখা মানে সাপ আসবেই।
এসমস্ত জিনিস না সরালে সাপ পাল নিয়ে বাড়ি ঢুকে পড়বে।
সাপ ইঁদুর খায়, তা সকলেই জানেন। বাড়িতে যদি ইঁদুর থাকে, ভাগান। নয়তো ইঁদুর শিকার করতে সাপ বাড়ি ঢুকে পড়বে।
বাড়ির আশেপাশে ঝোপঝাড় রাখবেন না। তাহলে লম্বা ঘাস বা গাছপালা থাকলে সাপের উপদ্রব বাড়তে পারে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।
সাপের রক্ত শীতল, তারা আর্দ্র এবং অন্ধকার জায়গা পছন্দ করে। বাড়ির আশেপাশে ঝোপ, কাঠের স্তূপ, গ্যারেজ বা শেডের মধ্যে সাপ লুকিয়ে থাকে।
অনেক সময় জুতো, হেলমেট, এসির ভিতরেও সাপ লুকিয়ে থাকে। এগুলি সাপের আশ্রয়ের সহজ উৎস হয়ে উঠতে পারে। তাই সাবধান থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রোজ এগুলি নাড়াচাড়া করুন।
বাড়িতে খাবার যেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এগুলি খেতে ইঁদুরেরা ভিড় করে। আর তখনই বাড়ে সাপের উপদ্রব।