12 MARCH 2025
BY- Aajtak Bangla
বাস্তু মতে রান্নাঘর খুব ইতিবাচক জায়গা। মা অন্নপূর্ণার স্থান। তিনি খুশি থাকলে সকলে খুশি হন। তাই রান্নাঘরে নেতিবাচক কিছু রাখা উচিত নয়।
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে দু'টি পাত্র কখনও উল্টো করে রাখা উচিত নয়।
আপনিও যদি এই ভুল করে থাকেন, তাহলে এখনই সাবধান হোন।
চাটু: প্রথা অনুসারে, রান্নাঘরে যে প্যানে রুটি রান্না করা হয়, তাকে চাটু বা তাওয়া বলা হয়। এটি কখনই উল্টে করে রাখা উচিত নয়। ফলে ভাগ্য দুর্ভাগ্য ডেকে আনে।
কড়াই: রান্নাঘরে রাখা কড়াইও কখনও উল্টো করে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচকতা আসে। অর্থহানি হয়।
আবার কড়াই ব্যবহারের পর বেশিক্ষণ নোংরা অবস্থায় রাখা উচিত নয়। এতে ঘরের সুখ-শান্তি নষ্ট হয়।
কড়াই ব্যবহার হয়ে গলে এটি খালি গ্যাসে রাখবেন না।
চাটুতে রুটি করা হয়ে গেলে তাতে কখনওই জল ঢালা উচিত নয়।