28 May, 2023

BY- Aajtak Bangla

ঝাঁটা দিয়ে করা এই ভুলে রুষ্ট হন মা লক্ষ্মী

ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস হয়ে থাকে আর এই ঝাঁটার সঙ্গে যুক্ত ৬ টি ভুল করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যেতে পারেন।

বাড়িতে পুরনো ও ভাঙা ঝাঁটা থাকলে তা সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। ভাঙা ও পুরনো ঝাঁটা বাড়িতে দরিদ্রতা নিয়ে আসে।

ঝাঁটাকে দেবী মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। এইজন্য ঝাঁটাকে সম্মান করুন। ঝাঁটায় ভুলেও পা দেবেন না।

সন্ধ্যার সময় কখনও ভুলেও বাড়িতে ঝাড় দেওয়া উচিত নয়। কথিত আছে যে সূর্যাস্তের পর ঝাড় দিলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন।

বাস্তু অনুসারে ঝাঁটাকে কখনও ঈশাণ কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিশায় রাখবেন না। এই দিশায় ঝাঁটা রাখলে অর্থের লোকসান হবে।

ঝাঁটাকে দক্ষিণ দিশায় রাখা সবথেকে উত্তম বলে বিশ্বাস করা হয়। শোওয়ার ঘরে কখনও ঝাঁটা রাখতে নেই।

ঝাঁটাকে সবসময় শুইয়ে রাখা উচিত। এটাকে দেওয়ালে দাঁড় করিয়ে রাখতে নেই।

ঝাঁটাকে সকলের নজরের আড়ালে রাখা উচিত।

যদি আপনি বাড়িতে নতুন ঝাঁটা নিয়ে আসতে চান তবে তা কেনার জন্য সবচেয়ে ভালো দিন হল মঙ্গলবার ও শনিবার। এই দুটি দিন সবচেয়ে ভালো বলে মনে করা হয়েছে।