23 June 2025
BY- Aajtak Bangla
আমাদের সংস্কৃতিতে পা ছুঁয়ে প্রণাম করার রীতি রয়েছে। ছোটরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করে থাকে।
কিন্তু সবার সব অবস্থাতে পা ছুঁয়ে প্রণাম করতে নেই। তাহলে সর্বনাশ হয়।
যেমন, কোনও ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকেন তাহলে তাঁপ পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই।
কোনও ব্যক্তি বিছানায় শুয়ে থাকলেও প্রণাম করবেন না। বরং তাঁকে উঠে বসতে বলুন। তারপরই প্রণাম করুন।
শ্মশান থেকে যদি কেউ ফিরে আসেন তাহলে তাঁর পা ছুঁয়ে প্রণাম করবেন না।
যে ব্যক্তি পুজো করছেন বা মালা জপ করছেন তাঁকে কখও প্রণাম করবেন না। তাহলে আপনারই অমঙ্গল হবে।
মন্দিরে ভগবানের সামনে কখনও অন্য কাউকে প্রণাম করতে নেই। তাহলে নিজেরই ক্ষতি হয়।
সন্ন্যাসীদের কখনও কারও পা ছুঁয়ে প্রণাম করা উচিত নয়। তাহলে অমঙ্গল হয়।
শ্বশুর-শাশুড়ির উচিত নয় তাদের পুত্রবধূর পা স্পর্শ করানো, কারণ পুত্রবধূকে লক্ষ্মী হিসেবে ধরা হয়।