15 June, 2023
BY- Aajtak Bangla
সন্দীপ মহেশ্বরী দেশের খ্যাত প্রেরণাদাতা। তাঁর ভিডিও প্রায়শই বেশ ভাইরাল হয়।
সন্দীপ মহেশ্বরী একটি ভিডিওতে বলেছেন কোন ধরনের মানুষকে বিশ্বাস করা উচিত নয়।
তিনি বলেছেন, 'যদি জানতে চান সেই ব্যক্তি কেমন বা তাকে বিশ্বাস করবেন কি না? এই জন্য শুধুমাত্র একটি ছোট কাজ করতে হবে।
শুধু দেখতে হবে তিনি তার বাবা-মায়ের সঙ্গে কেমন আচরণ করেন। সেই ব্যক্তি তার বাবা-মায়ের সঙ্গে কীরকম আচরণ করে?'
তিনি যদি তাদের ঠকান তাহলে ভবিষ্যতে আপনাকেও ঠকাবে।
যে ব্যক্তি নিজের শিকড়কেই ঠকান, তাদের আর কী বিশ্বাস করবেন?
চাইলে যে কোনও ব্যক্তিকে এভাবে শনাক্ত করতে পারেন।