01 Oct, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
বন্ধু বা আত্মীয়দের দেওয়া জিনিস বা গিফট আমরা বাড়িতে আনি। তবে সব জিনিস বাড়িতে আনতে নেই।
তাহলে ক্ষতি বাড়ে। কাঙাল করে ছাড়ে বেশ কতগুলো জিনিস। সেগুলো থেকে সাবধানে থাকুন।
অন্যের দেওয়া আংটি কোনও সময় পরবেন না। অন্যের পরা আংটি পরতে নেই।
অন্যের দেওয়া আংটি পরলে দুর্ভাগ্য ঘনিয়ে আসে। কাজে সাফল্য মেলে না।
অন্যের দেওয়া ঘড়ি হাতে পরতে নেই। কেউ পরা ঘড়ি দিলে তা হাতে পরবেন না।
অন্যের দেওয়া ঘড়ি হাতে পরলে খারাপ সময় শুরু হয়ে যায়।
অন্যের পোশাক কখনও নিজে পরতে নেই। তাহলে খুব খারাপ হয়।
অন্যের বিছানায় শোওয়া কখনও উচিত নয়। যদি বাধ্য হয়ে শুতেও হয় তাহলে বেডশিট বদলে নেওয়া উচিত।
অন্যের ব্যবহার করা পেন কখনও ব্যবহার করা উচিত নয়। তাহলে পেশাগত জীবনে উন্নতি হয় না।