2nd July, 2024
BY- Aajtak Bangla
সাপকে সবাই ভয় পান। সাপ দেখলেই সাত হাত দূরে পালান সবাই।
সাপ কী খায় আর কী খায় না তা নিয়ে সকলেরই কৌতুহল প্রচুর।
'দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি', প্রবাদটি বাংলায় প্রচলিত। অনেক গল্পকথাতেও দেখা যায় সাপ বাটি থেকে দুধ খাচ্ছে।
কিন্তু সাপ কি আদৌও দুধ খায়? এই নিয়ে বিজ্ঞান যা বলছে তা শুনলে অবাক হবেন।
চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
সাপ শীতল রক্তের প্রাণী। তারা জল, দুধ খায় না। একমাত্র স্তন্যপায়ী জীবদেরই দুধ খাওয়ার প্রবণতা থাকে।
দুধ হজম করতে যে উপাদানটি প্রয়োজন হয়, সাপের পাকস্থলিতে সেই উপাদানটি কখনও তৈরি হয় না। অর্থাৎ সাপ কখনই দুধ হজম করতে পারে না।
তবে সাপুড়েরা যখন সাপের খেলা দেখান, তখন অনেক সময়েই দেখা যায়, তাঁদের কাছে সাপ দুধ খাচ্ছে! কী করে সম্ভব?
বৈজ্ঞানিকরা বলছেন, এক্ষেত্রে সাপকে দীর্ঘদিন জল না খাইয়ে রাখা হয়। তারপর যে কোনও ধরণের তরল পদার্থ পান করতে দিলেই তারা সেটা পান করে।
সাপকে দুধ খাওয়ানোর জন্য সাধারণত এই পদ্ধতিই অবলম্বন করে সাপুড়েরা।