20 January 2024

BY- Aajtak Bangla

সাপ কি সত্যিই বিনের তালে তালে নাচে? সত্যিটা জানুন

ছোটবেলায় আমরা প্রত্যেকেই কমবেশি সাপখেলা দেখেছি। সেখানে ছিল বিনের সুরে সাপের নাম। কিন্তু প্রশ্ন হল সাপ কি শুনতে পায়? তারা কি বিনের সুরে নাচতে পারে?

কেউ কেউ মনে করেন বিনের তালে সাপ নাচে এটা নিছকই ভুল ধারণা। সাপ শুনতে পায় না।  তবে এটা ভুল ধারণা, আসলে সাপের শোনার ক্ষমতা কম। 

সাপ মাত্র ২০০ থেকে ৩০০ hz শব্দ শুনতে পায়। সাপ যখন তাদের কাছাকাছি কোন প্রাণী বা মানুষের আসার শব্দ পায় তখন তারা তাদের চামড়ার সাহায্যে তা টের পায়।

সাপের শরীরে একটি ছোট হাড় থাকে, যা চোয়ালের হাড়কে কানের সঙ্গে যুক্ত করে। যার ফলে সাপ শুনতে পায়।

সাপের বাহ্যিক কান বা মধ্যকর্ণ নেই। এই শব্দ চোয়ালের হাড় ভেদ করে ভিতরের টিউবে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে সাপ বিনের সুরে নাচতে পারে না, এর শব্দ তার শোনার ক্ষমতার চেয়ে বেশি। বিন বাজানোর সময় একটি বিশেষ উপায়ে ঘোরানো হয়, যার পুনরাবৃত্তি করে সাপ।  

বিশেষজ্ঞদের মতে সাপ চকচকে জিনিসকে ভয় পায়। বিন বাজানোর সময় সাপ এটাকে হুমকি বলে মনে করে, তাই সে আত্মরক্ষার প্রস্তুতি নেয়। 

সাপ বিন ও সাপুড়েতে নিজের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে কুণ্ডলীবদ্ধ হয়ে বসে তার শরীর নাড়ায়।

তাই মানুষ ভাবে সাপ বিনের সুরে নাচছে, কিন্ত বাস্তবে সাপ নিজের আত্মরক্ষার জন্যই শরীর নাড়াচাড়া করে।