02 MARCH 2025
BY- Aajtak Bangla
অনেক অভিভাবকের অভিযোগ তাদের সন্তান পড়তে বসলেই ঘুমিয়ে পড়ে।
অনেকে কচিকাচারাই পড়তে বসলে পড়ার আগ্রহ হারিয়ে ফেলে।
তবে অভিভাবকদের প্রথমে বুঝতে হবে যে শিশুদের মন খুব নরম এবং খেলাধুলা করতে ভালবাসে।
অনেক সময় বাবা-মা ব্যস্ত থাকার কারণে সন্তানদের হোমওয়ার্ক করতে বলে এবং নিজেরা কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই পদ্ধতি একেবারেই ভুল। শিশুর সঙ্গে বসে পড়ান। এতে শিশুর পড়াশোনার ইচ্ছা বাড়বে।
শিশুকে পড়াতে গিয়ে অভিভাবকরা নিজেরাই যদি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন, সন্তানের মনোযোগ চলে যাবে।
সন্তানকে ভাল নম্বর আনতে হবে, ক্লাসে শীর্ষে আসতে হবে এসব বোঝাবেন না। নম্বরের চাপ না দিয়ে লেখাপড়া মন দিয়ে শেখান। মন্বর এমনিই আসবে।
সন্তান পড়ার সময় যেন কোনও শব্দ, টিভি বা গসিপ করবেন না। সন্তানের পড়াশোনার জন্য একটি সময়সূচী তৈরি করুন।
সন্তানকে বুঝিয়ে বলুন যে জয় এবং পরাজয় উভয়েরই আলাদা আলাদা অর্থ রয়েছে।
কোনও কারণে শিশু পরীক্ষায় ভালো নম্বর না পেলে তাকে বকাবকি না করে বা অন্য শিশুদের সঙ্গে তুলনা না করে তার সঙ্গে ভালোবাসার আচরণ করুন।