BY- Aajtak Bangla
14 January 2025
শনির দশা চললে জীবন ছাড়খার হয়ে যায়। শনির যে দুই দশার জন্য নানা সমস্যায় পড়তে হয়, তা হল শনির ধাইয়া দশা।
জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া চলে।
ধাইয়া একবার শুরু হবে আড়াই বছর স্থায়ী হয়। এর জেরে জাতকরা নানা সমস্যায় পড়েন। আর্থিক ক্ষতিও হয়।
কিছু সহজ টোটকাতেই শনির ধাইয়া দশা থেকে মুক্তি পেতে পারেন জাতকরা। ।
নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে ধাইয়ার কষ্ট কমে যায়। . .
ভক্তিভরে মহাদেবের পুজো ও শিব মন্ত্র জপ করলে ধাইয়া দশা কেটে যায়। . .
কাক, গরু ও কুকুরকে রুটি খাওয়ালে ধাইয়া থেকে মুক্তি পাওয়া যায়। . .
দরিদ্রদের অন্নদান করলেও উপকার পাওয়া যায়।