09 July, 2024
BY- Aajtak Bangla
আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের কাজ কদম গাছ। আর এই কদম গাছ যে বাড়িতে থাকে, সেই বাড়িতে ব্রহ্মা ও শ্রীকৃষ্ণ বাস করে।
আর কদম গাছ শত শত বছর কিন্তু বেঁচে থাকে। আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কদম গাছ লাগাতে পারেন। যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এতে আপনার সুখ-সমৃদ্ধিও বাড়তে থাকবে পরিবারে। কদম গাছে রয়েছে অনেক ওষধি গুণ। যদি আপনি এই পাতা খান তাহলে আপনি খুব সহজেই রোগা হয়ে যাবেন।
এতে কিন্তু শরীরও সুস্থ থাকবে। রক্তে শর্করার মাত্রা কমবে যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কদম গাছের ছাল, পাতা, মূল কিন্তু খেতে পারেন।
এই পাতায় মিথালোনিক থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। লিভারের জন্য উপকারী লিভারের জন্য খুব উপকারী কদম গাছের পাতা।
এই গাছের পাতায় ক্লোরোজনিক অ্যাসিড থাকে। যা লিভারকে ভালো রাখতে সাহায্য করে। ক্যানসার রোগ সারবে আপনি কি জানেন, কদম গাছের পাতাতে রয়েছে ঔষধি গুণ।
এটি যদি আপনি রোজ খেতে পারেন, তাহলে ক্যানসার রোগ থেকে মুক্তি পাবেন। প্রোস্টেট ক্যানসার, স্তন ক্যানসার ও পাকস্থলীর ক্যানসার কমাতে সাহায্য করে কদম গাছের পাতা।
কদম গাছের পাতা ক্ষত সারাতে সাহায্য করে, জ্বর কমাতেও সাহায্য করে কদম গাছের ছাল। কদম গাছের ছাল থেকে তৈরি ওষুধ খেলে জ্বর খুব সহজে সেরে যায়।
অনেক সময় শিশুদের কিন্তু প্রচুর পরিমাণে কৃমি হয়। আর এই কৃমি কমাতে তাদের কদম গাছের পাতা বেটে সেই রস নিত্যদিন খাওয়াতে পারেন।।
মুখের দুর্গন্ধ কমবে মুখের দুর্গন্ধ কমাতে কদম ফুল চিবিয়ে খেতে পারেন বা কদম ফুল কুচি করে কেটে জলের সেদ্ধ করে সেই জল দিয়ে মুখে দিয়ে কুল্কুচি করেন।
যেকোনও জায়গার ব্যথা সারাতে কদম পাতা বেটে যদি সেখানে প্রলেপ দেওয়া হয়, তাহলে কিন্তু দ্রুত সেই ব্যথা কমে যাবে।