8 OCT, 2024

BY- Aajtak Bangla

প্রথম ক্রিকেট ম্যাচ খেলে কত টাকা পেয়েছিলেন সৌরভ? তিনিই জানালেন

'ক্রিকেটের মক্কা' হিসেবে পরিচিত লর্ডসে টেস্ট অভিষেক, প্রথম দুই টেস্ট ম্যাচেই সেঞ্চুরি।

তারপর অধিনায়কত্ব পেয়ে দেশকে জেতানোর অভ্যাস করে ফেলেন।

 হ্যাঁ! আমরা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কথা বলছি, যিনি 'প্রিন্স অফ কলকাতা', 'লর্ড অফ দ্য অফ সাইড', 'বেঙ্গল টাইগার'-এর মতো নামে বিখ্যাত।

ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রিয় দাদা-র নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নতুন উচ্চতায় পৌঁছে যায় একসময়। তিনি ভারতীয় দলকে এমন একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে দেশের বাইরেও জিততে শুরু করে ভারত।

বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিং, যুবরাজ সিং-এর মতো তারকা ক্রিকেটারদের ক্যারিয়ার গঠনে 'দাদা' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এমনকি মহেন্দ্র সিং ধোনিও দাদার অধিনায়কত্বে ভারতের হয়ে অভিষেক করেছিলেন।

আপনি কি জানেন জীবনের প্রথম পেশাদার ক্রিকেট ম্যাচ খেলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় কত টাকা পেয়েছিলেন?

তাহলে জেনে নিন। এই রহস্য সৌরভ নিজেই খোলসা করেছিলেনএকটি অনুষ্ঠানে।

সৌরভ জানিয়েছেন যে ১৯৮৯ সালে প্রথম পেশাদার রণজি ম্যাচ ক্রিকেট খেলে তিনি ৪০০ টাকা পেয়েছিলেন।