BY- Aajtak Bangla

শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের পেছনে মাসে কত খরচ জানেন?

20 April, 2025

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাশাপাশি তার সন্তানদের নিয়েও কৌতুহলের শেষ নেই ভক্তদের। দাম্পত্য জীবনে শাহরুখ ও গৌরী তিনটি সন্তানের বাবা-মা। 

আরিয়ান, সুহানা ও আব্রাম। তিনজনই বাবা-মায়ের খুব আদরের। তবে ছোট সন্তান হওয়ায় আব্রামের আদরের ভাগটা যেন একটু বেশি। 

এই স্টারকিডকে আদর করে ডাকা হয় ‘মিনি শাহরুখ’ বলেও। তবে এখন লেখাপড়া নিয়েই ব্যস্ত সে।

আব্রামকে সবসময় নিজের সঙ্গে রাখার চেষ্টা করেন শাহরুখ। তাই নেটদুনিয়ায় এই স্টারকিডকে নিয়ে আকর্ষণও বেশি।

তবে জানেন কি, ছোট ছেলে আব্রামের পেছনে মাসে কত টাকা খরচ করেন শাহরুখ?

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে আব্রাম খান। ভারতের শীর্ষ ধনী ও তারকাদের সন্তানরা মূলত এই স্কুলেই নিজেদের শিক্ষাজীবন শুরু করে। 

এই স্কুলে আব্রামের মাসিক বেতন ১.৭ লাখ টাকা। এ ছাড়া লেখাপড়ার বিষয়ে বছরে ছেলের পেছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ।

এ তো শুধু স্কুল বাবদ খরচ, এ ছাড়া আব্রামের গ্রুমিং, ফ্যাশন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও খরচ হয় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ। বিলাসবহুল সব ধরনের সুবিধায় আচ্ছন্ন রাখা হয় তাকে।