BY- Aajtak Bangla
19 SEPTEMBER, 2024
চা পান করতে গেলে যে কাপ- প্লেটের প্রয়োজন পড়বে তা কারোরই অজানা নয়
কাপ- প্লেটের প্রচলন বহু বছর আগে থেকেই রয়েছে।
প্রাচীনকালে চায়ের কাপে কোনো হ্যান্ডেল অর্থাৎ হাতল থাকতো না প্লেটের প্রচলন হয় সেই কাপ রাখার জন্যই।
উনিশ শতকের প্রথম দিকে প্লেটের উদ্ভব হয়েছিল সেই সময়ে কাঁচ কেটে প্লেট বানানো হত।
এহেন জনপ্রিয় বাসন প্রায় সকলেই ব্যবহার করেন ভারতবর্ষের প্রায় সব বাড়িতেই শৌখিন কাপ- প্লেটের সেট রয়েছে।
এত বছর ধরে ব্যবহৃত হলেও এই বাসনের ইংরেজি নামই প্রচলিত।
শুদ্ধ বাংলায় কাপ-প্লেটের অর্থ অধিকাংশ মানুষই জানেন না।
কাপের সঠিক বাংলা শব্দ হল- 'পেয়ালা' প্লেটের সঠিক বাংলা শব্দ হল- 'পিরিচ'।