18 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
আজকের দিনেও এই পোশাকটি নিয়ে অনেক ট্যাবু রয়ে গেছে। অনেকেই এই পোশাক নিয়ে প্রকাশ্যে কথা বলতে লজ্জা বোধ করেন।
এই পোশাক নিয়ে অনেকেই নিজের পরিবারের মানুষের সঙ্গেও আলোচনা করতে চান না। তবে, এই পোশাক নিয়ে মহিলাদের মধ্যেও ভুল ধারণার অন্ত নেই।
অনেকেই এমন আছেন যারা এই পোশাকের আসল অর্থ জানেন না । কোথা থেকে এই পোশাকের নাম হলো ব্রা, সেটাও অনেকেই জানেন না।
এই পোশাকের নামের আসল অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক-
আপনাদের মধ্যে অনেকেই হয়ত জানেন না, এই পোশাকটির নাম এসেছে একটি ফরাসি শব্দ ব্রেসিয়ার থেকে। ১৮৯৩ সালে একটি ফরাসি সংবাদপত্রে এই শব্দটির প্রথম ব্যবহার হয় এবং সেখান থেকেই এই পোশাকের নামকরণের সূত্রপাত।
এর পর থেকে বিভিন্ন ম্যাগাজিনে এই শব্দর্টির ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। কয়েক বছর পরে বিশ্বে সবথেকে বড় অভিধান অক্সফোর্ড অভিধানেও এর উল্লেখ পাওয়া যায়। আর তারপর থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সব জায়গায়।
তবে, অতীতের তুলনায় আজকের দিনে ব্রায়ের ডিজাইন অনেকটাই পরিবর্তিত হয়েছে। আগে কিন্তু ব্রায়ের ক্ষেত্রে কোনো কাপের ব্যবহার করা হতো না। আগে এটা শুধুমাত্র কাপড়ের একটি পোশাক ছিল।
তবে ১৯৩০ সালে প্রথমবারের মতো কাপের ব্যবহার শুরু হয় ব্রায়ে আর এই ব্যবহার শুরু করে HS CAMP কোম্পানি। প্রাথমিকভাবে এই পোশাকের মূল অর্থ ছিল শিশুদের অন্তর্বাস। তবে পরে এই পোশাকটিকে মহিলাদের জন্য তৈরি করা হয় নতুন করে। তখন থেকে এই ব্রায়ের নতুন ডিজাইনের উদ্ভব।
এই BRA শব্দটির আক্ষরিক অর্থ হলো Breast Resting Area, অর্থাৎ স্তন বিশ্রামের জায়গা। তবে সময় যত এগিয়েছে এই পোশাকের ডিজাইনে একাধিক পরিবর্তন এসেছে। তার সঙ্গে এসেছে প্রতিটি ডিজাইনে আলাদা আলাদা কাপ।
এখনকার দিনে আপনারা প্রতিটি সাইজের জন্য A থেকে D পর্যন্ত কাপ সাইজ পেয়ে যান।