BY- Aajtak Bangla
12th January, 2025
ঘটি, যাকে পশ্চিমবঙ্গীয়ও বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় একটি সম্প্রদায়। পশ্চিমবঙ্গ বিশেষ করে গঙ্গাপাড়ের স্থানীয় বাঙালিদের কে ঘটি বলা হয়ে থাকে।
পদ্মার পূর্ব পাড়ের মানুষ, যাঁরা দেশভাগের সময় এইদেশে চলে এসেছে তাদেরকে বলা হয়ে থাকে বাঙাল।
ঘটি আর বাঙালদের ক্যাঁচাল বহু পুরনো। সবকিছু নিয়েই এরা ঝগড়া করতে ওস্তাদ।
ঘটিদের খাওয়া-দাওয়া ও বাঙালদের খাওয়া-দাওয়া একেবারে আলাদা।
আবার ঘটি-বাঙালদের আদব-কায়দার মধ্যেও বিস্তর ফারাক রয়েছে।
পার্থক্য দেখা যায় ভাষার ক্ষেত্রেও। ঘটি ও বাঙালদের কথা বলার ধরনও কিন্তু বেশ আলাদা।
অনেক জিনিসকেই ঘটিরা যে নামে ডাকে বাঙালরা আবার অন্য নামে ডাকে।
জানেন জল খাওয়ার গ্লাসকে ঘটিরা কী বলেন? এই উত্তর জানলে হাসি থামাতে পারবেন না বাঙালরা।
তাহলে জেনে নিন ঘটিরা গ্লাসকে বলে গেলাস। অর্থাৎ যুগ্ম শব্দটিকে ভেঙে নিয়ে গ্লাস হয়ে গিয়েছে গেলাস।